শাবির ২ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

শাবির ২ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফাইল ছবি

র‌্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কৃত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের দু’জনসহ ওই ব্যাচের সকল শিক্ষার্থীকে কঠোর সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২২৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা বোর্ডের এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, সাময়িক বহিষ্কৃত পিএসএস বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হয় সেজন্য তাদের দুইজন সহ ঐ ব্যাচের সকল শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট নিজ বিভাগে নবীনবরণ শেষে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগ ওঠে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইসরাত জাহান ও জহিরুল ইসলাম নামের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই দু’জনকে সাময়িক বহিষ্কার করা হয়। অধিকতর তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।