পাকিস্তানে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব, পাঞ্জাবের স্কুলগুলোতে ৪ দিনের ছুটি

পাকিস্তানে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব, পাঞ্জাবের স্কুলগুলোতে ৪ দিনের ছুটি

পাকিস্তানে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব, পাঞ্জাবের স্কুলগুলোতে ৪ দিনের ছুটি

পাকিস্তানে বেড়েছে কনজেক্টিভাইটিস বা চোখ ওঠা রোগ। এর প্রাদুর্ভাবে দেশটির পাঞ্জাব প্রদেশের স্কুলগুলো চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ডেইলি জংগ জানিয়েছে, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে পাঞ্জাবে সরকারি ছুটি। এদিন-সহ আগামী রোববার পর্যন্ত মোট চারদিন প্রদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলো ছুটি থাকবে।পাঞ্জাবে কনজেক্টিভাইটিসের প্রাদুর্ভাব কমাতে সেখানকার মুখ্যমন্ত্রী মুহসিন নাকওয়া এ ঘোষণা করেন।

তিনি নির্দেশনা জারি করেছেন যে- আগামী সোমবার স্কুলগুলোর বাইরে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে তাদের চোখ পরীক্ষা করা হবে। তখনও যদি কারো চোখে কনজেক্টিভাইটিসের আলামত দেখা যায়, তাহলে তাকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে- শুধু পাঞ্জাব-ই নয়; বরং লাহোরসহ সেখানকার বেশ কয়েকটি এলাকায় কনজেক্টিভাইটিসের প্রাদুর্ভাব বেড়েছে। এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশ সংখ্যক শিক্ষার্থী এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়েছেন।

সংবাদমাধ্যমগুলোর মতে- পাঞ্জাবের চিত্র সবচেয়ে ভয়াবহ; প্রদেশটিতে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ২২০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৫১ জন।