মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর আলবাস’

মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর আলবাস’

স্যার মাইকেল গ্যাম্বন

বিখ্যাত হ্যারি পটার সিরিজে ‘প্রফেসর আলবাস ডাম্বলডোর’ চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার গ্যাম্বনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। খবর বিবিসির।

হ্যারি পটারের আটটি সিরিজের মধ্যে ছয়টিতেই ‘প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরে’র চরিত্রে অভিনয় করার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন।

আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া এই তারকা ষাট বছরের ক্যারিয়ারে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন। জীবদ্দশায় চারবার ‘বাফতা’ চলচিত্র পুরস্কারও জিতেছিলেন তিনি।

গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন ও তার ছেলে ফার্গাস এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মারা যান। নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসাপাতালে ভর্তি ছিলেন অভিনেতা গ্যাম্বন।

সবশেষ ২০১২ সালে লন্ডনে স্যামুয়েল বেকেটের ‘অল দ্যাট ফল’ নাটকে মঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি।