ঢাকায় শ্রমিক-কর্মচারী কনভেনশন আজ

ঢাকায় শ্রমিক-কর্মচারী কনভেনশন আজ

ফাইল ছবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমিক-কর্মচারী কনভেনশন।

সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএন্ডটি স্কুল পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই শ্রমিক কনভেনশন হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রমিক কনভেনশনের প্রধান সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করছে। বাংলাদেশের দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যূনতম মজুরিসহ শ্রমপরিস্থিতি নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। আশা করি, বহুদিন পর অনুষ্ঠেয় এই শ্রমিক-কর্মচারী কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।