ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

রাতে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জাহিদ হাসান রোজেল, তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, হাজী শহিদুল্লা, ইকবাল কমিশনারসহ বিএনপির নেতাকর্মীরা গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করেন। তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রঘনাথপুরস্থ আজিমুনসান মাদরাসাগামী সিদ্ধিরগঞ্জে যাওয়ার প্রবেশপথে টায়ারের আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।