চান্দিনা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চান্দিনা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে চান্দিনা উপজেলা প্রশাসন এর আয়োজনে পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে হলরুমে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও ফুল তুলে দেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এ সময় শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের লিখা 'আমার যত কথা" বই উপহার দেয়া হয়।

 

 

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন- প্রতিটি শিক্ষার্থী এক একটি ফুল। এই ফুলের যত নেয়া সকলের দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন- লেখাপড়া শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাইলে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার বন্ধ রাখতে হবে। উচ্চ শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার আহবান জানান তিনি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় সভাপতি মো. মজিবুর রহমান,জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খাঁন।

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, বদরপুর নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোহা গোফরান, আবেদানুর ফাজিল মাদ্রাসা শোয়াইব আহম্মেদ, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মো.তানজিন হাসান, অভিভাবক চান্দিনা মহিলা কলেজ সহকারী অধ্যাপক মো.মোস্তফা কামাল ও অর্পিতা চক্রবর্তী প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, দোল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ সহ শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকগন।