ফুলপুরে টানা বর্ষণে ৫শ' হেক্টর ফসলি জমি ও ফিশারি নিমজ্জিত

ফুলপুরে টানা বর্ষণে ৫শ' হেক্টর ফসলি জমি ও ফিশারি নিমজ্জিত

সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে দুই দিনের টানা বর্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তা ঘাট, বাসাবাড়ি, সরকারি অফিস প্রাঙ্গণ, সবজি বাগান, ফসলি জমি ও প্রায় দেড় হাজার ফিশারি ডুবে গেছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা যায়, ২৫ হেক্টর সবজি জমি ও ১৮০ হেক্টর আমন ফসলের ক্ষেত নিমজ্জিত হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু জানান, এ বছর ফুলপুরে ২২ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে দুই দিনের টানা বর্ষণে ১৮০ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। এসব জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো বলা যাচ্ছে না। যদি ভারী বর্ষণ চালু থাকে তাহলে ক্ষতি হবে। তা নাহলে হয়তো ক্ষতি হবে না। 

এছাড়া উপজেলার মৎস্য চাষীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পুকুর তলিয়ে গেছে। প্রবল বর্ষণে পাড় ভেঙে গেছে। এভাবে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফা জানান, এ বছর উপজেলায় ১০ হাজার ৬৪০টি পুকুরে মৎস্য চাষ করা হয়েছে। এর মধ্যে ২২০ হেক্টর জমির ১ হাজার ৩৫৮টি পুকুর ডুবে প্রায় ৭ কোটি ৬১ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, উপজেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে  সদর ইউনিয়নের শিলপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। এতে মানুষের ফসলি জমি ও প্রচুর পুকুর ডুবে যাওয়ার চিত্র চোখে পড়েছে।