কুড়িগ্রাম জেলা জামা‌য়াতের ১৯ নেতাকর্মী আটক

কুড়িগ্রাম জেলা জামা‌য়াতের ১৯ নেতাকর্মী আটক

ছবিঃ সংগৃহীত।

কু‌ড়িগ্রা‌মে জামা‌য়া‌তের ১৯ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (৮ অ‌ক্টোবর) সকা‌লে সদ‌র ও উ‌লিপুর থানার যৌথ অ‌ভিযা‌নে সদ‌রের য‌তি‌নেরহাট এলাকা থে‌কে মি‌ছিল শুরুর প্রাক্কা‌লে তা‌দের গ্রেফতার ক‌রে পু‌লিশ।

কু‌ড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ও‌সি) মো. মাসুদুর রহমান ও উ‌লিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার নেতাকর্মী‌দের ম‌ধ্যে জামায়া‌তের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার র‌য়ে‌ছেন।

‌জেলা জামায়া‌তের পক্ষ থে‌কে দা‌বি করা হ‌য়ে‌ছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আ‌মির সহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘো‌ষিত কর্মসূ‌চি পাল‌নে র‌বিবার সকা‌লে কুড়িগ্রাম জেলা সদ‌রের য‌তি‌নেরহাট এলাকা থে‌কে বিক্ষোভ মিছিলের প্রস্তু‌তি নেয় জামায়াত। কিন্তু মি‌ছিল শুরুর প্রাক্কালে দল‌টির শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পু‌লিশ। এর ম‌ধ্যে সদর থানা পু‌লিশ ৯ জনকে এবং উ‌লিপুর থানা পু‌লিশ ১০ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে।

সদর থানার ও‌সি মো. মাসুদুর রহমান ও উ‌লিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা জানান, গ্রেফতার নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মামলা দি‌য়ে আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।