লন্ডনে বাড়ল পুলিশের টহল

লন্ডনে বাড়ল পুলিশের টহল

সংগৃহীত

ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর লন্ডনের বিভিন্ন অংশে টহল জোরদার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে লন্ডন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘আমরা ইসরায়েলে চলমান সংঘাত এবং গাজার সাথে সীমান্ত সম্পর্কিত বেশ কিছু ঘটনা সম্পর্কে অবগত আছি। আমাদের জনসাধারণকে আশ্বস্ত করার উদ্দেশ্যেই লন্ডনের বিভিন্ন অংশে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে।’

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এক্সে বলেন, ‘আমি আশা করছি পুলিশ হামাস বা অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রদর্শন বা ব্রিটিশ ইহুদিদের ভয় দেখানোর প্রচেষ্টার বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করবে।’

এএফপির একজন সাংবাদিক উত্তর-পশ্চিম লন্ডনে একটি সিনাগগে দৃশ্যমান নিরাপত্তা দেখেছেন বলে নিশ্চিত করেছেন। খবর ভয়েজ অব আমেরিকার।

এর আগে শনিবার ব্যাপক রকেট হামলা এবং স্থল, বিমান ও নৌ আক্রমণের মাধ্যমে সহিংসতার সূত্রপাত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলায় ছয় শতাধিক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। সেই সাথে সৈন্য ও বেসামরিক নাগরিকদেরও জিম্মি করেছে হামাস।