খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সংগৃহীত

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী এফএম হাদিউজ্জামান আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) কেএমপির সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর রাতে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল মদিনাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত, অবৈধ অস্ত্রধারী সস্ত্রাসী এফএম হাদিউজ্জামান আরিফকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করলে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও জিন্স প্যান্টের বাম পকেট হতে ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এফএম হাদিউজ্জামান আরিফের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে আরিফকে কুষ্টিয়া থেকে ২০ বছরের দুটি সাজা পরোয়ানা মূলে খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। সে সময় তার দেহ তল্লাশি করে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলার রুজু করা হয়।