গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪৫

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪৫

ফাইল ছবি

উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ বোজুম জানিয়েছেন, জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে বিকেলে একটি বোমা হামলা হয়। সেখানে অনেক মানুষ ছিল। মৃতের সংখ্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে।

এদিকে গত ছয় দিনে ৩৬৩ বর্গকিলোমিটার এলাকার গাজায় ছয় হাজারের মতো বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমানবাহিনী। এগুলোর ওজন চার হাজার টন। শক্তিশালী এসব বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে গাজার অনেক আবাসিক এলাকা। তাতে মানুষের মৃত্যুর ঘটনাও নিয়মিত বাড়ছে। এরই মধ্যে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৪৪৭ শিশু এবং ২৪৮ জন নারী।