নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপেক্ষা, ৬ জেলে আটক

নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপেক্ষা, ৬ জেলে আটক

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পৃথক অভিযানে পায়রা বন্দরের বঙ্গোপসাগর সংলগ্ন চ্যানেলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কলাপাড়া উপজেলার মাসের চৌকিদার, রুহুল আমিন চৌকিদার ও রফিকুল হাওলাদার এবং রাঙ্গাবালি উপজেলার আরিফ হোসেন, রবিন মোল্লা ও মিজানুর হাওলাদার।

পুলিশ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে দু’টি ট্রলারসহ ছয় জেলেকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

কলাপাড়া পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আজিজুল হক জানান, মা ইলিশ রক্ষার অভিযানের প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে। জব্দ মাছ এতিমখানায় দান করে জাল ও ট্রলার দুটি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদেরকে আদালতে হাজির করা হয়েছে।