বিশ্বকাপের ‘সেরা’ অলরাউন্ডার সাকিব

বিশ্বকাপের ‘সেরা’ অলরাউন্ডার সাকিব

সাকিব আল হাসান

সেরা শব্দটা বরাবরই নানা সমালোচনা আর মত পার্থক্যে ঘেরা। তবুও পরিসংখ্যান বিবেচনায় তো কাউকে সরাসরি সেরা বলেই দেয়া যায়। যদিও সেরা তকমাটা লাগাতে অনেক সময় পরিবেশ-পরিস্থিতি ও কার্যকরিতাও বিবেচনায় নিতে হয়।

তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কান সনাথ জয়সুরিয়াকে টপকে সাকিব পরিসংখ্যানের শীর্ষে উঠে গেছেন।

পাঁচ বিশ্বকাপে সাকিব ১ হাজার ২০১ রান করেছেন। নিয়েছেন ৩৮ উইকেট। সেই পরিসংখ্যান তাকে বিশ্বকাপের সেরা অলরাউন্ডার করে তুলেছে। এই তালিকায় তারচেয়ে পেছনে আছেন ইমরান খান-কপিল দেবের মত সাবেক তারকারা। 

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে খেলেন ক্রিস গেইল। ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রান এবং ১৬টি উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়ার। তিনি ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নিয়েছিলেন। একবার  বিশ্বকাপ জেতা জয়সুরিয়া ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান ও ২৭ উইকেট সংগ্রহ করেন। 

সাকিব আল হাসান এখন পর্যন্ত বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলে ১ হাজার ২০১ রান ও ৩৮ উইকেট নিয়েছেন।