ইসরাইল সফরে সাহায্য বাড়ানোর প্রতিশ্রুতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর

ইসরাইল সফরে সাহায্য বাড়ানোর প্রতিশ্রুতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর

ইসরাইল সফরে সাহায্য বাড়ানোর প্রতিশ্রুতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।

প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ও হামাসের বড় ধরনের লড়াইয়ের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সফরের একদিন পর সেখানে যান অস্টিন।তেল আবিবের সামরিক সদর দপ্তরে ইসরায়েলি ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গ্যালান্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, ‘নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে।’

ইসরায়েলকে ক্রমাগত সামরিক সহায়তা দেওয়ার উপর জোর দিয়েছেন অস্টিন। যার মধ্যে যুদ্ধাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টরসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে।মার্কিন কর্মকর্তা গত সপ্তাহ থেকে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হামাস) হাতে আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়াও, ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অস্টিন।ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও শুক্রবার ইসরায়েল সফর করেন এবং হামাসের রকেট হামলায় লক্ষ্যবস্তু হওয়া একটি শহর পরিদর্শন করেন।

সূত্র : ইউএনবি