১৩ দিনে প্রবাসী আয় সাড়ে ৮ হাজার কোটি টাকা

১৩ দিনে প্রবাসী আয় সাড়ে ৮ হাজার কোটি টাকা

ফাইল ছবি

চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ৮ হাজার ৫৫৪ কোটি ৪৭ লাখ টাকা।

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এ ছাড়া গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।