টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন সুজন

টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন সুজন

সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে প্রতিপক্ষ দলগুলোকে গুঁড়িয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারত। ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে স্বাগতিকরা। অন্যদিকে, আত্মবিশ্বাসী রোহিত বাহিনীর বিরুদ্ধে খেলতে নামার আগে নানান সমস্যায় জর্জরিত টাইগাররা। দলের মূল ক্রিকেটার ও অধিনায়ক সাকিব আল হাসান ভুগছেন ইনজুরিতে। মিডিয়ার সঙ্গে লিটন বিতর্কে বাড়তি চাপে দল। তবে দলের ওপর সবচেয়ে বেশি চাপ ব্যাটিং অর্ডার নিয়ে। এখন পর্যন্ত তিন ম্যাচে তিন রকম ব্যাটিং অর্ডার নিয়ে খেলেছে বাংলাদেশ।

মিউজিক্যাল চেয়ারের মতো পরিবর্তিত এই ব্যাটিং অর্ডার নিয়ে শক্তিশালী ভারতের বিরদ্ধে কী রকম খেলবে বাংলাদেশ? প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে কথা বলেন দলের সঙ্গে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ‘আমি আসলে এমনটা দেখিনি। টেকনিক্যাল কারণেও আমি দেখিনি। টেকনিক্যাল বিষয়ে আমি যাচ্ছি না। তবে ব্যাটিং অর্ডারের এই সমস্যা হচ্ছে মূলত মিরাজ ও নাজমুল শান্তকে নিয়ে। দুজনকে এভাবে খেলানোর কারণ, ডানহাতি ও বাঁ-হাতি ব্যাটার বিবেচনায়। তবে এ পরিবর্তন মেহেদী হাসান মিরাজের জন্যই।। সে খুব ছন্দে আছে। যে কোনো পজিশনেই সে সাফল্য পাচ্ছে। এ জন্যই সাকিব ৫ নম্বরে, মুশফিক ৬ নম্বরে, তৌহিদ হৃদয়কে ৭ নম্বরে খেলানো হচ্ছে।’