বাবরদের ফিটনেস টেস্ট না থাকায় বিস্মিত ওয়াসিম

বাবরদের ফিটনেস টেস্ট না থাকায় বিস্মিত ওয়াসিম

সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সব সময়ই বিরাজ করে চরম আগ্রহ-উদ্দীপনা। দুই দলের দ্বৈরথ নিয়ে ম্যাচের আগে-পরে সবসময় চলে আলোচনা-সমালোচনা। এবারও তার ব্যতিক্রম নয়। ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে হেরেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বাজে ভাবে হারের পর সব দিক থেকেই সমালোচনার মুখ পড়তে হচ্ছে বাবর আজমদের। দেশটির সাবেক কিংবদন্তীরা বর্তমান ক্রিকেটারদের নানা দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াসিম আকরাম প্রশ্ন তুলেছেন, ক্রিকেটারদের ফিটনেস টেস্ট না থাকা নিয়ে। এমন কাণ্ডে বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি।

বিশ্বজুড়েই ক্রিকেটারদের সব সময় ফিটনেস ধরে রাখতে হয়। আর নিজের শারীরিক সক্ষমতা ঠিকঠাক আছে কি না তা প্রমাণের জন্য নানা রকম ফিটনেস পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয় তাদের। তবে পাকিস্তান ক্রিকেটে এখন আর ফিটনেস পরীক্ষা নেই। আর এতে বেশ বিস্মিত হয়েছেন দেশটির সাবেক কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম।

ভারতের বিপক্ষে হারের পর ওয়াসিম বলেন, ‘আমি এই (পাকিস্তান দলের) খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বিস্মিত। এখন কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ ও নির্বাচক ছিল, সে ইয়ো-ইয়ো টেস্ট এবং অন্যান্য টেস্ট নিত।’

ফিটনেস পরীক্ষা না নিলে এমন হারের মুখোমুখি হতেই হবে জানিয়ে ওয়াসিম বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটারের মাসে অন্তত একবার ফিটনেস টেস্ট দেওয়া উচিত। আপনি যদি এটা (ফিটনেস পরীক্ষা) না করেন, আপনাকে তো এর (ভারতের কাছে হার) মুখোমুখি হতেই হবে।’

একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটের আছে নানা রকম অনিশ্চয়তা। এসবও ক্রিকেটারদের মাঠের পারফিওর্ম্যান্সে বিরুপ প্রভাব ফেলছে বলেই মনে করেন তিনি। তিনি বলেন, ‘গত তিন বছরে পিসিবির তিনজন চেয়ারম্যান এসেছেন। টিম ম্যানেজমেন্টের সবাই একধরনের অনিশ্চয়তায় ভোগেন। তাঁরা জানেন না, পরের সিরিজে তাঁরা আদৌ থাকবেন কি না। এভাবে হয় না। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে গুটিয়ে যাওয়াটা সত্যিই খুব হতাশাজনক।’