এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের ১০ নেতা

এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের ১০ নেতা

ছবিঃ সংগৃহীত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিএনপি জামাতের অরাজকতা সৃষ্টি ও ষড়যন্ত্র মোকাবিলা করার লক্ষ্য চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ঐক্যবদ্ধ ১০ জন বর্ষীয়ান নেতার সমর্থনে ও জীবননগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এক পর্যায়ে শান্তিও উন্নয়ন সমাবেশ জনসভায় পরিনত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘বিগত ১৫ বছর দল রাষ্ট্রীয় ক্ষমতায়। এই ১৫ বছরে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে চুয়াডাঙ্গা ২ আসনের বর্তমান এমপি আলী আজগার টগর নিজস্ব বলয় তৈরী করে জামায়াত-বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন। দলের ত্যাগী নেতাকর্মীদের মামলা দিয়ে নির্যাতিত ও নিস্পেষিত করেছেন। তিনি দামুড়হুদা উপজেলা পরিষদ ও স্থানীয় ইউপি নির্বাচন গুলিতে প্রধানমন্ত্রী মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীদের বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে ফেল করিয়েছেন। ওনার পছন্দমত প্রার্থী না হলেই ওনি বলেন এ নৌকা সে নৌকা নয়। এইভাবে বিগত ১৫ বছরে কমপক্ষে ১৫ জন নৌকার প্রার্থীকে ফেল করিয়েছেন। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা-২আসনের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই তার আপন সহোদর সহ পরিবারের লোকজকে সভাপতি হিসাবে বসিয়ে নির্লজ্জ স্বজনপ্রীতির মাধ্যমে এলাকার শিক্ষার পরিবেশ ধ্বংশ করেছেন। তবে এবার নেত্রী ষ্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তাদের এবার মনোনয়ন দেয়া হবেনা। দলের ত্যাগী, পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেবেন তিনি। বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। যারা দেশকে ভালবাসেন সেই দেশ প্রেমিক ভাইদের প্রতি আহবান,আপনারা সকলেই ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা এবং অঙ্গিকার।

জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আবু মো.আবুল লতিফ অমলের সঞ্চালনায় এবং জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চূয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ মাহফুজুর রহমান মঞ্জু, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক আওয়ামী লীগ নেতা ড.হামিদুর রহমান, সাবেক সাংসদ মীর্জা সুলতান রাজার সহোদর ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারন সম্পাদক মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দৈনিক সকালের সময়ের স¤পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব মানবাধিকার কর্মী নূর হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল মল্লিক, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, দর্শনা কলেজের সাবেক ভিপি এয়ার কমোডর আবুবকর, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য এ্যাড.শাহরিয়ার কবীর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড.আবু তালেব, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আবু সাঈদ মো.হাসান, সাবেক ভিপি জামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এম মহসীন, উপস্থিত ছিলেন দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আব্দুল মমিন মাস্টার, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রেজাউল করীম, কৃষি বিষয়ক স¤পাদক আবুল কাশেম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আবু তালেব মাষ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বদর উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগ নেতা সেলিম মল্লিক, অ্যাড. ইউনুস আলী, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মাহবুব, জীবননগর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শামীম ফেরদৌস, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মাসুম, কুড়ালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি কাফি উদ্দীন টুটুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আশাদুল হক, দর্শনা পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এমএ ফয়সাল, নতিপোতা ইউপির সাবেক সদস্য ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ স¤পাদক কলিম উদ্দীন, নাটুদহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ ।