ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

সংগৃহীত

চলতি বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফলাফল, প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। 

বিশ্বকাপে বাংলাদেশের টানা দুই ম্যাচে পরাজয়ের পেছনে অনেকেই কাঠগড়ায় তুলছেন ব্যাটিং অর্ডারকে। তবে ভারত ম্যাচের আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন ব্যাটিং অর্ডারের এমন রদবদল বিশ্বকাপ পরিকল্পনারই অংশ। ম্যাচের কম্বিনেশন বুঝেই নেওয়া হয় এর সিদ্ধান্ত, ‘ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে আমার ছেলেদের সঙ্গে পরিষ্কার আলোচনা হয়েছে, ওরাও এই বিষয়ে অবগত।’ 

পুরো বিশ্বকাপে এভাবেই খেলার পরিকল্পনার কথাও জানালেন কোচ, ‘আমরা কিভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আবার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো ওয়ার্ল্ডকাপ খেলব।’ 

বিশ্বকাপে বাংলাদেশ কিছুটা অগোছালো কিনা তা নিয়েই আছে শঙ্কা। তবে সেই কথাও উড়িয়ে দিয়েছেন কোচ হাথুরু, ‘আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়।’