গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের ক্রমাগত হামলা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল ভবনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিন ইহুদি।

মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ‘জুইশ ভয়েস ফর পিস’ সংগঠনের সদস্যরা ক্যাপিটল ভবনে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সংগঠনটির আহ্বানে সাড়া হাজার হাজার মার্কিন ইহুদি ক্যাপিটল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ৩৫০ জনেরও বেশি মার্কিন ইহুদি পার্লামেন্ট ভবনের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্যাপিটল পুলিশ তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।এতে আরো বলা হয়, বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন।

ইহুদি সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘৭৫ বছর ধরে ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করছে। এখন, গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গণহত্যার মুখোমুখি হচ্ছে। আমরা এখানে ‍যারা ইহুদি হিসেবে রয়েছি, তারা এর সাথে নিজেদের জড়িত হওয়া প্রত্যাখ্যান করছি।’