ফিলিস্তিনে হত্যাজজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনে হত্যাজজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনে ইজরাঈল কর্তৃক হত্যাজজ্ঞের প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় "স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার সরকারি কলেজ"'র আয়োজনে কলেজের প্রশাসনিক ভবনের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের প্রদান ফটকে সম্মুখে সমাবেশে মিলিত হয়।

 

 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আশরাফ উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইসরাঈলী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ‘বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে। ইসরাঈল ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধ করতে হবে। নইলে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমানরা ঘরে বসে থাকবেনা।