পাবনায় মোবাইল ফোন চুরির অভিযোগে গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

পাবনায় মোবাইল ফোন চুরির অভিযোগে গৃহকর্মীকে  নির্যাতনের পর  হত্যার অভিযোগ

ছবি:সংগৃহীত

পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার জয়নালের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক আছে বাড়ির মালিক আব্দুল আলিম। মঙ্গলবার (৯ জুন) বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেন্দ্রপুর এলাকার আব্দুল আলিমের বাড়ির একটি মোবাইল ফোন হারালে তার বাড়ির গৃহকর্মী মালেকা খাতুনকে বাড়িতে ডেকে এনে নির্যাতন চালায় আলিমের স্ত্রী লাকি খাতুন ও লাকির মা। নির্যাতনের এক পর্যায় মালেকাকে তারা ছাদ থেকে ফেলে দেয়। গৃহকর্মী মালেকা খাতুন ছাদ থেকে পড়ে মারা যাওয়ার সাথে সাথেই মৃতদেহ তুলে হাসপাতালে  নেওয়ার কথা বলে হাসপাতালে না নিয়ে বিভিন্ন স্থানে ঘুরানোর পর মরদেহ অজ্ঞাত স্থানে ফেলে রেখে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, কিভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছেন এই পরিবার।