বলে থুতু লাগালে রান জরিমানা

বলে থুতু লাগালে  রান জরিমানা

ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে ক্রিকেটের কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে একটি হলো বলে লালা বা থুতু লাগানো যাবে না। করোনা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত।

লালা ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইনিংসে দু’বার সতর্কবার্তা দেয়া হবে দলগুলোকে। তৃতীয়বার কোনো দল এই ভুল করলে প্রতিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি দেয়া হবে। আর কেউ বলে থুতু লাগিয়েছে সেটা আম্পায়ারের চোখে পড়লে তিনি সেটিকে জীবাণুমুক্ত করার পর পুনরায় খেলা শুরুর অনুমতি দেবেন।

এছাড়া টেস্ট ম্যাচ চলাকালীন কভিড-১৯ সাবস্টিটিউশনেরও অনুমতি দিয়েছে আইসিসি। অর্থাৎ কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে বা তার মাঝে করোনার উপসর্গ দেখা দিলে বদলি হিসেবে আরেকজন নিতে পারবে দলগুলো। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য কভিড-১৯ সাব প্রযোজ্য নয়।

আগেই জানানো হয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা ভেবে ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার সাময়িকভাবে স্থগিত করতে পারে আইসিসি। সেক্ষেত্রে স্থানীয় আম্পায়ারদের দিয়েই কাজ  চালাবে তারা।

এই সিদ্ধান্তটিও চূড়ান্ত হয়েছে। এখন থেকে সকল ফরম্যাটে আইসিসি স্থানীয় আম্পায়ারদের ব্যবহার করবে। এক্ষেত্রে স্থানীয় এলিট প্যানেল ও ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়াররা থাকবেন।

আরেকটি নিয়ম হলো অতিরিক্ত ডিআরএস ব্যবহার। এখন থেকে প্রতি ইনিংসে একটি বাড়তি ডিআরএস নেয়ার সুযোগ পাবে দলগুলো। অর্থাৎ টেস্টে তিনটি ও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুটি করে রিভিউ নেয়া যাবে।