কুড়িগ্রামে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ব্রিফিং প্যারেড

কুড়িগ্রামে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ব্রিফিং প্যারেড

সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শুক্রবার কুড়িগ্রাম জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রায় ৬৫টি মোবাইল ও স্ট্রাইকিং পুলিশ টিম সমন্বয়ে প্রায় ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকছে,  সাথে প্রতিটি পুজামন্ডবে থাকছে স্ট্যাটিক ৩৫০০ আনছার সদস্য।

সিনিয়র পুলিশ সদস্যরা বিভিন্ন সেকটরে বিভক্ত হয়ে দিবারাত্রি প্রতি ন্যানোমুহুর্তে করছে নিবিড় তদারকি। উপজেলা ভিত্তিক স্কাউটস সদস্যরা থাকছে সেচ্ছাসেবক হিসাবে, আরো থাকছে থানাভিত্তিক মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।  

বিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বিশেষ অতিথি জেলা আনসার কমান্ডেন্ট নাহিদ হাসান জনি, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের 
অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা প্রমুখ। 

পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রামের বিভিন্ন পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদেরর ব্রিফিং প্যারেডের আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।