সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর বিরুদ্ধে ভোট দিলেন ১১জন কাউন্সিলর

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর বিরুদ্ধে ভোট দিলেন ১১জন কাউন্সিলর

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পাঠানো অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভায় উপস্থিত হয়ে এ ভোট গ্রহণ করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

এসময় ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন মেয়র চিশতীর বিপক্ষে ভোট প্রদান করেন। একজন অনুপস্থিত থাকায় তিনি ভোট দিতে পারেনি বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এবিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল জানান, সাতক্ষীরা পৌরসভার ১২জন কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাঠান। এর প্রেক্ষিতে বিষয়টির তদন্ত এবং পক্ষে বিপক্ষে মতামতের জন্য জেলা প্রশাসক মহোদয় কে নির্দেশ দেয় মন্ত্রণালয়। জেলা প্রশাসক মহোদয় আমাকে দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ কাউন্সিলদের ভোট গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্ন করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।