আজ বিগ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

আজ বিগ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

সংগৃহীত

দিনের একমাত্র ম্যাচে রোববার মাঠে নামবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত, হারেনি কোনো ম্যাচ। উভয়েই ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে আছে সেমিফাইনাল নিশ্চিত করার দৌড়েও।

লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা নিশ্চিত করেই বলা যায়। রোমাঞ্চকর একটা ম্যাচ হয়তো দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। তবে যেই জিতুক না কেন, কোনো এক দলের জয়রথ থামতে চলেছে আজই। ভাঙতে যাচ্ছে আসরে অপরাজেয় থাকার রেকর্ড।

আবার জয় পেলেই অনেকখানি নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। সেই লক্ষ্যেই মুখোমুখি হবে দু’দল। ধর্মশালার নয়নাভিরাম হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা। লড়াই শুরু বেলা আড়াইটায়।

এর আগে দু’দল মুখোমুখি হয়েছে মোট ১১৬ ম্যাচে। যেখানে জয় পরাজয় প্রায় সমানই বলা চলে। ভারতের জয় যেখানে ৫৮ ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে ৫০ বার। শেষ ১০ ম্যাচে অবশ্য ৬-৪ ব্যবধানে এগিয়ে কিউইরা। তবে ভারতের মাঠে শেষবার সিরিজ খেলতে এসে হোয়াইট ওয়াশ হবার তিক্ততা পেয়েছে তারা।

দু’দলের দেখায় সর্বোচ্চ এক হাজার ৭৫০ রান শচীন টেন্ডুলকারের। এক হাজার ৪৩৩ রান নিয়ে দু’য়ে বিরাট কোহলি। এক হাজার ৩৮৫ রান নিয়ে তিনে রস টেলর। তবে কিউইদের হয়ে বিশ্বকাপ খেলতে আসাদের মাঝে সর্বোচ্চ রান টম লাথামের ৮৭১।

সর্বোচ্চ ৫১ উইকেট শ্রীনাথের। অনিল কুম্বলে নেন ৩৯ উইকেট। বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ ৩৫ উইকেট টিম সাউদির। ভারতের হয়ে মোহাম্মদ শামির আছে ২৫ উইকেট।