সেমিতে যাওয়ার পথ কঠিন, মেনে নিলেন বাটলার

সেমিতে যাওয়ার পথ কঠিন, মেনে নিলেন বাটলার

ইংলিশ অধিনায়ক জস বাটলার

বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে এক বা দুইয়ে ছিল ইংল্যান্ডের নাম। সকল ক্রিকেট পণ্ডিতদের তালিকায় ছিলেন জস বাটলাররা‌। কিন্তু চার রাউন্ডের শেষে গতবারের চ্যাম্পিয়নদের শেষ চারে যাওয়ার পথ অত্যন্ত কঠিন হয়ে গেছে। 

অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে বিশাল হার। এমন লজ্জার হারের পর বাটলার মেনে নিয়েছেন, তারা নিজেরাই সেমিফাইনালের পথ কঠিন করে দিয়েছেন। চারটির মধ্যে তিন ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টেবিলের ৯ নম্বরে রয়েছে থ্রি লায়ন্স। সেমির আশা টিকিয়ে রাখতে হলে লিগের বাকি ম্যাচগুলো জিততেই হবে। যা খুবই কঠিন। 

বাটলার বলেন, আমাদের পরিস্থিতি খুবই কঠিন। এটা মানতে হবেই। এমন অবস্থা হতে পারে কখনও ভাবিনি। তবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। রিসি টপলের চোট যে তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে সেটা মেনে নিলেন তিনি। ইংল্যান্ডের আরও পাঁচটি ম্যাচ বাকি আছে। আশা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলো জিততেই হবে ইংল্যান্ডের।