পূজা নিয়ে গুজব ছড়ানোয় কয়েকজনকে গ্রেফতার করেছে র‌্যাব

পূজা নিয়ে গুজব ছড়ানোয় কয়েকজনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল। তাদের রুখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সংস্থাটির মিডিয়া উইয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পূজা এবং বিসর্জন নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, হামলার কোনো সংখ্যা নেই বলেও জানান তিনি। 

এসময় ২৮ তারিখ সমাবেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে, র‌্যাব জানায়, এদিন রাজনৈতিক দলগুলো যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি পালন করতে পারে সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের জান মালের ক্ষতি সাধন বা বিশৃংখলা তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান সংস্থাটির এই কর্মকর্তা।