ইসরাইলকে শর্তহীন হত্যা চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি : কাতারের আমির

ইসরাইলকে শর্তহীন হত্যা চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি : কাতারের আমির

ইসরাইলকে শর্তহীন হত্যা চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি : কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি বলেছেন, ইসরাইলকে শর্তহীন হত্যাকাণ্ড চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি।আজ মঙ্গলবার উপসাগরীয় দেশটির বার্ষিক উপদেষ্টা শূরা কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি।

শেখ তামিম বলেন, ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ বিপজ্জনক উত্তেজনা, যা এই অঞ্চল ও বিশ্বের জন্য হুমকিস্বরূপ।ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রথম কাতার কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করল। কাতারের মধ্যস্ততাতেই গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দু'দফায় তাদের হাতে আটক চার বন্দীকে মুক্তি দিয়েছে।

শেখ তামিম বলেন, 'আমরা যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি দেখছি, তার বিরুদ্ধে কঠোর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।'তিনি বলেন, 'আমরা দ্বিমুখী নীতি কিংবা ফিলিস্তিনি শিশুদের জীবনকে মূল্যহীন করার নীতিকে মেনে নিতে পারি না। মনে হচ্ছে, তাদের কোনো চেহারা নেই, নাম নেই।'

সূত্র : আল জাজিরা, এএফপি