হাওরে মিলল অ্যাসল্ট মামলার আসামির মরদেহ

হাওরে মিলল অ্যাসল্ট মামলার আসামির মরদেহ

প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে হাওর মিলল কামাল উদ্দিন (৪০) নামের অ্যাসল্ট মামলার এক আসামির মরদেহ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলি দমদমা হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

   নিহত কামাল উদ্দিন ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

নিহত কামাল গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ও বিজিবি’র দায়ের করা অ্যাসল্ট মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধপথে আনা গরু চোরাচালানকারীদের সঙ্গে কামাল উদ্দিনের সম্পৃক্ততা ছিল। কিছুদিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে। এ ঘটনায় বিজিবি থানায় অ্যাসল্ট মামলা দায়ের করে। ওই মামলারও আসামি কামাল উদ্দিন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।