মাগুরা মধুমতি নদীতে ঐতিহ্যবাহী শত বছরে নৌকাবাইচ অনুষ্ঠিত

মাগুরা মধুমতি নদীতে ঐতিহ্যবাহী  শত বছরে নৌকাবাইচ অনুষ্ঠিত

সংগৃহীত

চড়ন্দারে ঘণ্টার ঢং ঢং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারাও বইঠা টানছে হেলে দুলে। দুর্গা উৎসবের বিজয় দশমীর পরদিন প্রতি বছরের মতো এবারও মাগুরা মধুমতি নদীতে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ প্রতিযোগিতা।

মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর নৌকাবাইচ দেখতে হাজার মানুষের ঢল নামে। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপলক্ষে বসে গ্রামীনমেলা। যা ওই অঞ্চলে ‘ঝামার মেলা’ নামে বেশ খ্যাতি রয়েছে।

এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় মহম্মদপুর আতর আলীর নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় ১০ হাজার টাকার চেক। মো. কামরুল মিয়া নড়াইল দ্বিতীয় স্থান দখল করে জিতে নেয় ৮ হাজার টাকার চেক। মো. আতিয়ার মোল্যার নৌকা তৃতীয় স্থান দখল করে জিতে নেয় তিন হাজার টাকার চেক। এ ছাড়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ঝামা বাজার মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার। সন্ধ্যায় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল, মহম্মদপুর থানার ইনর্চাজ বোরহানউল ইসলাম, বিল্পব রেজা বিকো, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোস্তাফা কামাল সিদ্দিকী লিটন, সুজন শিকদার, সাজ্জাদুল ইসলাম সাগর, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের এম রেজাউল করিম চুন্নুসহ অন্যরা।