মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মামুন খন্দকারকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৬ সালের ১১ এপ্রিল ২০০ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন মামুন খন্দকার। পরে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। এ মামলায় একমাস জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পরে আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামি পলাতক থাকা অবস্থায় আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকেই সাজাপ্রাপ্ত মামুন খন্দকারকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।