গুইমারাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

গুইমারাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির গুইমারাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রামগড় তথ্য অফিসের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর)সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এতে সভাপতিত্ব করেন।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড ও উন্নয়ন ভাবনা এবং গুজব, সাম্প্রদায়িকতা ও বাল্যবিবাহ রোধে অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য রাখেন গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, ইউপি সদস্য রেহানা আক্তার, মাঠসংগঠক আনু মারমা ও আসমা আক্তার।সংশ্লিষ্টরা জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডসমূহের অগ্রগতি,সাফল্য ও অর্জন বিষয়ে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা তৈরি করা সমাবেশের উদ্দেশ্য।সামাজিক নিরাপত্তা কর্মসূচি,শিক্ষা সহায়তা কর্মসূচি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উন্নয়ন কর্মকান্ড বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে তৃণমূলের নারীরা উপস্থিত ছিলেন।