গবেষকদের আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগ-সুবিধা দিতে হবে’

গবেষকদের আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগ-সুবিধা দিতে হবে’

ছবিঃ সংগৃহীত।

গবেষণায় প্রয়োজনীয় আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করতে হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এতে করে একজন গবেষক তার গবেষণার কাজে পর্যাপ্ত সময় দিতে পারবেন বলে জানান তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পঞ্চম বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএসএমএমইউ। আমরা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় হাজার মাইল অতিক্রম করবো। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে এক হাজারেও বেশি উন্নতমানের গবেষণা কার্য সম্পন্ন করা হয়।

 

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের আমলে বিএসএমএমইউতে গবেষণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক গবেষণায় বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে যা ভালো উদ্যোগ।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।