সিরাজগঞ্জে ইলিশ ধরায় ২ জেলের জরিমানা

সিরাজগঞ্জে ইলিশ ধরায় ২ জেলের জরিমানা

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ ধরায় তাদের তাদের এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর উপজেলার যমুনা নদীর অংশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদী থেকে একটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। অভিযানে জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ স্থানীয় মাদরাসা ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।