তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবকের মৃত্যু

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আইনুল হক মঙ্গলবার রাতে সহযোগীদের সঙ্গে নিয়ে গরু আনতে যান। গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর মেইন পিলার এলাকায় রাত আড়াইটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান লোকজন। বুধবার সকালে সীমান্তে তার মরদেহ পড়ে থাকতে দেখেন বিজিবিকে খবর দেন। খবর পেয়ে শনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি।

নিহতের বড়ভাই আজিজুল হক বলেন, রাতে স্থানীয় আজাহারুল ইসলাম, সামছুল হকসহ তিনজন আমার ছোট ভাইকে ডেকে নিয়ে গরু আনতে সীমান্তে যান। গভীর রাতে গুলির শব্দ শুনতে পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি। বুধবার সকালে কাঁটাতারের বেড়ার কাছে ভারতে একজনের মরদেহ দেখতে পাই।

বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, মঙ্গলবার গভীর রাতে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে। সেই গুলিতে গরু ব্যবসায়ী আইনুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান মোবাইল ফোনে বলেন, গোয়ালগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবক বাংলাদেশি গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জেনেছি। পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর গভীর রাতে একই উপজেলার ইসলামপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। ঘটনার তিনদিন পর আইনি প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যম মরদেহ ফেরত দেয় তারা।