সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেয়া হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার মুখে অক্সিজেন পরানো ছিল।

এসময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন ও হাসপাতালের ডিউটি চিকিৎসক উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন। গত আড়াই মাসে কয়েক দফায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।