জাভাগাল শ্রীনাথ-জহির খানকে ছাড়িয়ে গেলেন শামি

জাভাগাল শ্রীনাথ-জহির খানকে ছাড়িয়ে গেলেন শামি

মোহাম্মদ শামি

ভারতের প্রথম চার ম্যাচে সুযোগই পাননি মোহাম্মদ শামি। অথচ পরের তিন ম্যাচে রীতিমতো তোপ ছুড়লেন এই পেসার। একের পর এক দুর্দান্ত স্পেলে তুলে নিলেন ১৪টি উইকেট।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ভয়ঙ্কর বোলিংয়ে পাঁচ উইকেট পেলেন।

এই পাঁচ উইকেট নেয়ার পথে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জাভাগাল শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে গেলেন শামি। সাবেক দুই পেসারের সংগ্রহেই ছিল ৪৪ উইকেট। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শামির উইকেট ছিল ৪০টি। এরপর নিজের স্পেলে পাঁচ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন শামি। বর্তমানে তিনি ৪৫ উইকেটের মালিক।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের স্ট্যাম্প উপড়ে দিয়ে ৪৪ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শামি। এরপর কাসুন রাজিথার উইকেট নিয়ে শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে যান শামি।