বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ বন্ধ না করলে, আমরাই রুখে দেব : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ বন্ধ না করলে, আমরাই রুখে দেব : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ বন্ধ না করলে, আমরাই রুখে দেব : প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করতে এবং প্রয়োজনে তাদের আগুনে নিক্ষেপ করে উচিত শিক্ষা দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বিএনপিকে অগ্নিসন্ত্রাসী আখ্যায়িত করেন।তিনি বলেন, ‘আমি ঢাকা নগরবাসীসহ দেশবাসীকে এই অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। প্রয়োজন হলে তাদের ধরে ওই আগুনে নিক্ষেপ করুন।’তিনি বলেন, ‘যে হাত গাড়ি পোড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে, সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে তারা কিছু শিক্ষা পাবে।’

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন।এর আগে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ এবং ২০ কিলোমিটার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করেন, অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে ফেলা বিএনপি ও তার মিত্রদের জন্য উৎসবের মতো।এটাই তাদের আসল চরিত্র বলে উল্লেখ করেন তিনি।তিনি বলেন, 'তাদের আন্দোলন মানেই অগ্নিসংযোগ, মানুষ হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং সবকিছু ধ্বংস করা।’

অবিলম্বে বিএনপি ও জামায়াতসহ তার শরিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি।শেখ হাসিনা সতর্ক করে বলেন, ‘যদি তারা এটা বন্ধ না করে, তাহলে আমরা খুব ভালো করেই জানি কীভাবে তাদের থামাতে হবে। হ্যাঁ আমরা তা জানি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক প্রমুখ।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

সূত্র : ইউএনবি