চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

প্রতীকী ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে আজ রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল শুরুর আগেই জেলার পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ভোর পৌনে ৫টার দিকে পতেঙ্গা থানার কাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, পোশাক শ্রমিকদের নিয়ে বাসটি তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। সে কারণে কাটঘর এলাকায় দাঁড় করানো অবস্থায় ছিল বাসটি। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজরের নামাজের জন্য মসজিদে যান। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে একদল লোক এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

প্রায় আধাঘণ্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভায়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।