দৈনিক ৪ ঘণ্টা যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল

দৈনিক ৪ ঘণ্টা যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল

সংগৃহীত

বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য দৈনিক ৪ ঘণ্টা যুদ্ধ বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, এই ‘যুদ্ধবিরতি’ দিনে ৪ ঘণ্টা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকবে। বিষয়টি ইসরায়েল তাদের নিশ্চিত করেছে। বৃহস্পতিবার থেকেই এই ‘যুদ্ধবিরতি’ শুরু হবে। প্রতিদিন ‘যুদ্ধবিরতির’ সময় কোনো গোলাগুলি করা হবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে শত শত ইসরায়েলি বেসামরিক ও অন্যান্য দেশের নাগরিকসহ ১ হাজার ৪০০ জন নিহত হয়। সেই সঙ্গে দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস। এরপর থেকে উপত্যকায় এক মাস ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার।