কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন

কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন

ছবিঃ সংগৃহীত।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছ দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পর্যটকরা জানায়, পর্যটক নিয়ে ট্যুরিস্ট বোটটি সুবলং ঝর্ণায় যাওয়ার পথে ইন্দারমুখ এলাকায় একদল দুর্বৃত্ত বোট থেকে সবাইকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেন অস্ত্রধারীরা।

বোটচালক গিয়াস উদ্দিন বলেন, পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী আমাদের বোটের পর্যটকদের মোবাইল নিয়ে নেয়। পরে ওরা আমাকে এবং বোটটি নিয়ে সামনের একটি টিলার দিকে যায়। সেখানে আমাকে নামিয়ে দিয়ে বোটে আগুন দিয়ে দেয়। আমি সাহায্য নিয়ে পর্যটকসহ রাঙ্গামাটি ফেরত আসি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, সকালে চাঁদপুর থেকে বেড়াতে আসা ছয়জনের একটি পর্যটক দল সুবলং ঝর্ণার দিকে রওনা দেন। তারা স্বর্গছেড়া নামক একটি রেস্টুরেন্টে পৌঁছালে পেছন দিক থেকে আরেকটি বোটে করে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে পর্যটকদের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে চালক এবং হেলপারকে সঙ্গে নিয়ে বোটটিতে আগুন ধরিয়ে দেয়।