কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীপাবলি উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীপাবলি উৎসব

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ। এতে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ও গোলচত্বরে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুস উড়িয়ে এ উৎসব পালন করে। পরবর্তীতে শ্যামা সঙ্গীত পরিবেশন করা হয়। 

এ সময় উৎসবে উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।