অবসর নিয়ে যে ইঙ্গিত দিলেন স্টার্ক

অবসর নিয়ে যে ইঙ্গিত দিলেন স্টার্ক

সংগৃহীত

মিশেল স্টার্কের বয়স ৩৪ ছুঁই ছুঁই। অবসর নেওয়ার সময় এগিয়ে এসেছে। ক্যারিয়ার আরও সামনে নিতে হলে ফরম্যাট ও ম্যাচ বেছে বেছে খেলতে হবে তার। টেস্ট ক্রিকেট ছেড়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি সর্বশেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছেন পাঁচ মাস আগে। 

সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। স্টার্ক কি তবে বিশ্বকাপের পরে টেস্ট ছেড়ে দেবেন। নাকি ওয়ানডে ও টি-২০ কে বিদায় বলবেন? নাকি তিন ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন?

এই প্রশ্নে  স্টার্ক বলেছেন, ‘বিশ্বকাপের পরও আমি খেলা চালিয়ে যাবো। তবে পরবর্তী বিশ্বকাপ খেলতে পারবো না, এটা আমি নিশ্চিত। চার বছর অনেক সময়। আমি সবসময় বলেছি, তিন ফরম্যাটের মধ্যে টেস্ট আমার কাছে আগে। আমি টেস্টের আগে অন্য দুই ফরম্যাট ছেড়ে দেব।’ 

অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু করেছিল পরপর দুই ম্যাচ হেরে। সেখান থেকে দারুণ কামব্যাকে তিনে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে অজিরা। 

ওই ম্যাচ নিয়ে স্টার্ক বলেছেন, ‘আমার কাছে, সেমিফাইনাল ম্যাচটি অস্ট্রেলিয়ার হয়ে আরও একটি ম্যাচের মতো। ওটা দিয়েই আমার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত হবে এমন কোন ম্যাচ নয়।’

স্টার্ক ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু এবার তিনি সেরা ছন্দে নেই।  ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। যেখানে আসরে সর্বোচ্চ উইকেট এডাম জাম্পার ২২টি। স্টার্ক জানিয়েছেন, ভালো না গেলেও সেমিতে তার প্রভাব রাখার সুযোগ আছে। 

তিনি বলেছেন, 'যেভাবে বিশ্বকাপে পারফর্ম করতে চেয়েছিলাম, এখনও ওই পর্যায়ের কিছু করতে পারিনি। গত দুই বিশ্বকাপের মতো তো নয়ই। তবে এখন দলের জন্য ইতিবাচক প্রভাব রাখে এমন পারফর্ম করে শেষ করার ভালো সুযোগ এসেছে।'