ঠাকুরগাঁও সীমান্তে ভারত থে‌কে আসা নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে ভারত থে‌কে আসা নীলগাই উদ্ধার

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বা‌লিয়াড‌াঙ্গী উপ‌জেলার কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারত থে‌কে আসা একটি নীলগাই উদ্ধার ক‌রে‌ছে বি‌জি‌বি। সোমবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-৫০ বিজি‌বির সদস‌্যরা ধাওয়া ক‌রে নীলগাইটি আটক করেন।  

বি‌জি‌বি জানায়, সীমান্তের কান্তিভিটা বিওপির ৩৯০ নং পিলারের নিকটবর্তী দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক স্থানে স্থানীয়রা নীলগাইটিকে দেখতে পান। প‌রে তারা বিষয়টি বিজিবির টহলদলকে জানা‌লে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। নীলগাইটি ধনতলা সীমান্তের ৩৯২ নম্বর পিলারের মোরলপাড়ার দিকে যে‌তে থাক‌লে বিষয়টি পার্শ্ববর্তী ধনতলা সীমান্তেও জানানো হয়। পরে পাড়িয়া ইউনিয়নের ৩৯১/১ এস পিলারের ৩ কিলোমিটারের অভ্যন্তরের ফকিরভিটা নামক স্থানে এলাকার লোকজনের সহায়তায় নীলগাইটি‌কে আটক করে বিজিবির কান্তভিটা টহল দল। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নীলগাইটি কান্তিভিটা বিওপিতে ছিল। 

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে নীলগাইটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৫০ বিজিবির ঠাকুরগাঁওয়ের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন।