গাজীপুরে কারখানায় আগুন, ১০টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় আগুন, ১০টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ঢাকার প্রধান কার্যালয়ের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ১১টার দিকে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। 

তিনি জানান, আগুনের মাত্রা বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।