ইথিওপিয়ায় খাদ্য সহায়তা ফের শুরু করবে যুক্তরাষ্ট্র

ইথিওপিয়ায় খাদ্য সহায়তা ফের শুরু করবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, মার্কিন সরকার সংঘাতময় ইথিওপিয়ায় খাদ্য সহায়তা ফের শুরু করবে। দেশটির সরকার মার্কিন সৈন্যদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের পর বিষয়টি পর্যবেক্ষণের অনুমিত দেওয়ার ব্যাপারে রাজি হওয়ায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর এএফপি’র।
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা (ইউএসএইড) বলেছে, তারা আগামী মাস থেকে প্রাথমিকভাবে এক বছরের জন্য খাদ্য সরবরাহ শুরু করবে। আর এ সময়ের মধ্যে সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি-না তা পর্যবেক্ষণ করা হবে।