পদ্মায় ধরা পড়ল ১২ কেজির বোয়াল

পদ্মায় ধরা পড়ল ১২ কেজির বোয়াল

ছবিঃ সংগৃহীত।

হরিরামপুরের পদ্মায় হরিণাঘাট এলাকায় ইলিশ মাছ ধরার জালে ধরা পড়ল ১২ কেজির একটি বোয়াল মাছ।বৃহস্পতিবার ভোরে উপজেলার পদ্মা নদীর হরিণাঘাট এলাকায় জেলে আলম মিয়ার জালে বোয়াল মাছটি ধরা পড়ে। 

 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় হরিণাঘাট এলাকার জেলেরা জানান, বুধবার রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকার করতে যান। 

 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হরিণা ট্রলার ঘাটের অদূরে পদ্মায় জাল ফেলেন আলম মিয়া। পরে জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। বোয়াল মাছটি বিক্রির জন্য হরিণাঘাট বাজারে নেন। পরে স্থানীয় পাটগ্রামের আমির হোসেনসহ পাঁচজন ব্যক্তি বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন। 

পাটগ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারি আলম মিয়া জানান, হরিণাঘাট থেকে একটু ভেতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় সাইজের কোনো মাছ জালে আটকা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। 

 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, তিনি জেলেদের মাধ্যমে শুনেছেন পদ্মায় একটি বড় সাইজের বোয়াল ধরা পড়েছে।