লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত।

ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে মেঘনা নদীতে প্রবল বাতাস বইছে। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচলও বন্ধ রয়েছে।

 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপার ভাইজার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘাটে স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকাও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৯ টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে ৩টি বরিশাল ও ৬টি ভোলা রুটের। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নদীতে প্রবল বাতাস বইছে। ভয়ে কেউই লঞ্চ ছাড়বে না। তবুও বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে ৬টি লঞ্চ রয়েছে। বাকি দুটি লঞ্চ বরিশাল ও একটি ভোলা ঘাটে রয়েছে।

ফেরি চলাচলের বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন মজুচৌধুরীরহাট ফেরীঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু।