যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ২

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি মানসিক হাসপাতালে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

ঐ অঙ্গরাজ্যের পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই বন্দুকধারীকে গুলি করেন, এতে বন্দুকধারীও নিহত হয়। নিহত ব্যক্তি ব্র্যাডলি হাস একজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনও কারণ নেই।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।